সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এটাই শেষ নয়, ভবিষ্যতে আরও সাফল্য পাবেন ভারতের তরুণ ক্রিকেটাররা, আশাবাদী দ্রাবিড়

By: Web Desk,Newsbengal24 | Last Updated: Saturday, 3 February 2018 9:04 PM


এটাই শেষ নয়, ভবিষ্যতে আরও সাফল্য পাবেন ভারতের তরুণ ক্রিকেটাররা, আশাবাদী দ্রাবিড়
মাউন্ট মাউঙ্গানুই: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করছেন, এবারের বিশ্বকাপ জয়ই তরুণ ক্রিকেটারদের কাছে একমাত্র স্মৃতি হয়ে থাকবে না। ভবিষ্যতে আরও সাফল্য পাবেন এবং চ্যালেঞ্জ নেবেন এই প্রতিভাবান ক্রিকেটাররা।
loading...

আজ ভারতীয় দল চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর দ্রাবিড় বলেছেন, ‘এই স্মৃতি ওদের মনে দীর্ঘদিন আনন্দের সঞ্চার করবে। আশা করি শুধু এই স্মৃতির জন্যই ওরা চিহ্নিত হয়ে থাকবে না। ভবিষ্যতে ওদের কেরিয়ারে অনেক বড় ও ভাল স্মৃতি থাকবে।’ দলের প্রত্যেকের প্রশংসা করে দ্রাবিড় বলেছেন, ‘আমি ছেলেদের জন্য গর্বিত। ওরা যে পরিশ্রম করেছে, সেটা গর্বের বিষয়। সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করেছে। গত ১৪ মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, সেটারই ফল পেলাম। ছেলেদের এই সাফল্য প্রাপ্য ছিল। দল বিশ্বকাপ না জিতলে ছেলেদের জন্য সত্যি খুশি ও গর্বিত হতে পারতাম না।’ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছাড়া আর কারও দিকেই সংবাদমাধ্যমের বিশেষ নজর ছিল না। তবে আজ দ্রাবিড় দলের প্রত্যেকের কথা উল্লেখ করেছেন। ফিল্ডিং কোচ অভয় শর্মা, বোলিং কোচ পরশ মামরের কথাও বলেছেন ভারতের যুব দলের প্রধান কোচ। তিনি বলেছেন, ‘এই দলের কোচ হয়ে আমি অনেক প্রচার পেয়েছি। তবে আমরা সাত-আটজন সাপোর্ট স্টাফ গত ১৪ মাস ধরে একসঙ্গে ছিলাম। ওরা অবিশ্বাস্য পরিশ্রম করেছে। সাপোর্ট স্টাফদের জন্য আমি গর্বিত।' ভারতের অধিনায়ক পৃথ্বী শ বলেছেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই গর্বিত। সাপোর্ট স্টাফরা গত দু’বছর ধরে আমাদের সাহায্য করেছেন। সব কৃতিত্বই তাঁদের প্রাপ্য। রাহুল স্যারের মতো কিংবদন্তী, পরশ স্যারের মতো বহু আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার সাহায্য করলে উপকার হবেই।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক বিরলতর থেকে বিরলতর ব্যাক্তিত্ব যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

তুফানগঞ্জ,স্টাফ রিপোর্টার:-আজ আমি এমন এক ব্যক্তিত্বের কথা বলব যা খুবই বিরল।তুফানগঞ্জ এন এন এম হাইস্কুলের প্রাক্তন বায়োলজি শিক্ষক আমাদের সবার প্রিয় মাননীয় কুশল ব্যানার্জি মহাশয় যার প্রত্যেক কথা ছিল অমৃততুল্য,তিনি তুফানগঞ্জ এন.এন.এম হাই স্কুলে মাত্র 25 বছর বয়সে যোগ দেন।তার ব্যাক্তিত্ব ছিল বিরলতর থেকে বিরলতর।আমি যখন প্রথমদিন স্কুলে আসি আমার চোখ প্রথমে খোঁজে সেই ব্যক্তিত্বকে নাম না জানার ফলে আমি চিনতে পারিনি সেদিন কালের প্রবাহে আমি পরিচিতি লাভ করি তার সম্বন্ধে।তিনি যখন ক্লাস করাতেন তার ক্লাসে পিন পড়ারও শব্দ পাওয়া যেত মানে একদম প্সিকটি নট।তিনি খুব বাঙ্গালী জাতির সংস্কৃতিতে নিজেকে আবদ্ধ রাখতে চান তিনি মাঝে মাঝে স্কুলে ধুতি-পাঞ্জাবি পড়ে আসতেন।আর তার সেই পরিচিত তুঁত কালারের ওয়াটার পোলো।তার ব্যাক্তিত্বে আছে নানা শিল্পের মিশ্রণ তিনি একাধারে শিক্ষক,ভালো কবি এবং একজন সুদক্ষ লেখক।তার অসাধারণ কবি প্রতিভার পরিচয় পাওয়া যায় তার ফেসবুক পোস্টে লেখা এই দু-লাইন থেকে -
"আকাশ, বৃষ্টি হও.... ষোড়শীর পিঠের ওপর কালো সাপের কুন্ডলী, তাতে একটা গন্ধরাজ বা শ্বেত করবী... কাজল চোখে দূর খেতের ছায়া পড়ে…

ফের প্রকাশ্যে বিয়ার পার্টি তুফানগঞ্জ রেল স্টেশনে।

তুফানগঞ্জ,স্টাফ রিপোর্টার:-দিনের আলোতেই প্রকাশ্যে বসল বিয়ার পার্টি।ঘটনাস্থল তুফানগঞ্জ রেল স্টেশন।অংশগ্রহণকারী সদস্যরা হল একদল কিশোর-কিশোরী।এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়তে হল রেল কর্তৃপক্ষকে। মঙ্গলবার বিকেলে ৪টা নাগাদ আট-নয়জন কিশোর কিশোরীর একটি দল বিয়ার নিয়ে উপস্থিত হয় তুফানগঞ্জ রেল স্টেশনে।ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্টেশনে উপস্থিত নিত্যযাত্রীরা।এদিকে এই ঘটনা সম্পর্কে রেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলে তারা জানায় এই ঘটনাটি তাদের অজানা ছিল।
এমনিতেই তুফানগঞ্জ রেল স্টেশন নিয়ে তুফানগঞ্জবাসীর অভিযোগের শেষ নেই।নিরাপত্তা ব্যবস্থা নেই।আলোর ব্যবস্থাও নেই। নানান অপরাধমূলক কাজের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তুফানগঞ্জ রেল স্টেশন।আরপিএফ ইন্সপেক্টর সঞ্জয় প্রসাদ জানান,‘তুফানগঞ্জ রেল স্টেশনে আলো বাড়ানোর আর্জি জানিয়েছিলাম।কিন্তু এখনও ব্যবস্থা হয়নি। এদিকে রেল পুলিশ সংখ্যায় কম।শুধুমাত্র একজন রেলপুলিশ দেওয়া হয়েছে তুফানগঞ্জ রেল স্টেশনে।তিনি রাতেই কাজ করেন।দিনের বেলায় এমন ঘটনায় রেল পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করা হবে।’

কীভাবে কি হল ছেলেটির সঙ্গে?

স্টাফ রিপোর্টার:- তুফানগঞ্জের অধিবাসী সৌরদীপ পাল (ইনসেটে) বর্তমানে এক বিশেষ পরিচিত মুখ ফেসবুকে।তিনি নানা বিষয়ে মানুষকে মোটিভেট করেন।বর্তমানে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে 14k ফলোয়ার কে না জানে তাকে?বাচ্চা থেকে বুড়ো সকলেই চেনে তাকে।কিন্তু ইদানিং তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছেন,রাত জেগে কাজ করার জন্য এরূপ অবস্থা স্বাস্থ্যের।